
নিজস্ব প্রতিবেদন ঃ করোনার নতুন প্রজাতি ওমিক্রন করোনার অন্যান্যা প্রজাতি ডেল্টা, বিটার মতো না হলেও এই প্রজাতি কিন্তু খুব সহজে এবং দ্রুত হারে ছড়াতে পারে। মৃত্যু হার ওমিক্রন থেকে খুবই কম হলেও আমাদের দেশে যদি তা দ্রুত হারে সর্বত্র ছড়িয়ে পড়ে তবে সামগ্রিকভাবে শতকরার হিসাবে মৃত্যুর সংখ্যা যে বাড়বে তা বলাই যেতে পারে। ওমিক্রন নিয়ে বৃহস্পতিবার খবরের ঘন্টার কাছে এমন সব আশঙ্কার কথা জানিয়েছেন উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক তথা বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ স্মরজিৎ বনিক। তিনি আরও জানিয়েছেন, ওমিক্রনের সঙ্গে যুদ্ধ করার জন্য বুস্টার ডোজ যেমন আবশ্যক তেমনই সতর্কতা মেনে চলা দরকার। সাবান দিয়ে হাত পরিস্কার করা, শারীরিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক বেঁধে রাখার মতো নিয়ম মেনে চলতে পারলে করোনার সংক্রমন থেকে অনেকটা দূরে থাকা সম্ভব। বিয়ে অনুষ্ঠান, বর্ষবরন বা ওই জাতীয় অনুষ্ঠানের জমায়েত এড়িয়ে চলাই এখন আবশ্যক বলেও তিনি জানিয়েছেন।
