তৃনমুলের প্রার্থী তালিকা ঘোষিত, গৌতম দেব তেত্রিশ, রঞ্জন সরকার পনের নম্বরে প্রার্থী

নিজস্ব প্রতিবেদন ঃ এবার সব জল্পনার অবসান ঘটিয়ে শিলিগুড়ি পুরসভা নির্বাচনের জন্য ৪৭টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করলো শাসক দল তৃনমুল কংগ্রেস। তৃনমুলের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য বিষয় হলো, প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা দলের হেভিওয়েট নেতা গৌতম দেব এবার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন। দলের আরেক হেভিওয়েট যুব নেতা রঞ্জন সরকার পনের নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন। দলের মুখপাত্র বেদব্রত দত্ত ৪৫ নম্বর থেকে এবং দলের বর্ষীয়ান নেতা প্রতুল চক্রবর্তী ২৪ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন। সিপিএম বা বামফ্রন্ট থেকে তৃনমুলে যোগ দেওয়া প্রাক্তন কাউন্সিলর রামভজন মাহাতো, খুশবু মিত্তল, কমল আগরওয়ালা, পরিমল মিত্র, তাপস চ্যাটার্জী এবারে তৃনমূলের প্রার্থী হচ্ছেন। দলের হেভিওয়েট নেত্রী মিলি সিনহা প্রার্থী সতেরো নম্বর ওয়ার্ডে। দলের এক থেকে ৪৭ নম্বরে প্রার্থী তালিকা এরকম– এক নম্বর সঞ্জয় পাঠক, দুই নম্বরে গার্গী চ্যাটার্জী, তিন রামভজন মাহাতো, চার পরিমল মিত্র, পাঁচ সরোজ গোয়েঙ্কা, ছয় মহম্মদ আলম, সাত পিন্টু ঘোষ, আট খুশবু মিত্তল, নয় প্রদীপ গোয়েল, দশ কমল আগরওয়ালা, এগারো উমা গোয়েল, বারো বাসুদেব ঘোষ, তেরো মানিক দে,চৌদ্দ শ্রাবনি দত্ত, পনের রঞ্জন সরকার, ষোলো সঞ্জীব চক্রবর্তী, সতেরো মিলি সিনহা, আঠারো সঞ্জয় শর্মা, উনিশ বিমল ঘোষ,কুড়ি অভয়া বোস, একুশ কুন্তল রায়, বাইশ ধীমান বোস, তেইশ লক্ষী পাল,চব্বিশ প্রতুল চক্রবর্তী, পঁচিশ জয়ন্ত সাহা, ছাব্বিশ সিক্তা দে বসুরায়, সাতাশ প্রশান্ত চক্রবর্তী, আঠাশ সম্প্রীতা দাস,উনত্রিশ সুস্মিতা বোস মৈত্র, ত্রিশ সাথি দাস, একত্রিশ মৌমিতা মন্ডল, বত্রিশ তাপস চ্যাটার্জী, তেত্রিশ গৌতম দেব, চৌত্রিশ বিমান তরফদার, পয়ত্রিশ সম্পা নন্দী,ছত্রিশ রঞ্জন শীলশর্মা, সাইত্রিশ অলোক ভক্ত, আটত্রিশ দুলাল দত্ত, উনচল্লিশ পিঙ্কি সাহা, চল্লিশ রাজেশ প্রসাদ শা, একচল্লিশ সিবিকা মিত্তল, বিয়াল্লিশ হিসে ভুটিয়া, তেতাল্লিশ সুখদেব মাহাতো, চুয়াল্লিশ প্রীতিকনা বিশ্বাস, পয়তাল্লিশ বেদব্রত দত্ত, ছেচল্লিশ দিলীপ বর্মন, সাতচল্লিশ অমর আনন্দ দাস।