ডিউটি শেষে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ইন্টার্ন ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক :
ডিউটি শেষ করে অবসর সময়ে ঘুরতে বেরিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ইন্টার্ন ছাত্রছাত্রীরা। মুখোমুখি দুটি চারচাকা গাড়ির সংঘর্ষে এক ইন্টার্ন ছাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও চারজন গুরুতরভাবে আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শিলিগুড়ির অদূরে নকশালবাড়ির কদমা মোড় এলাকায়, পানিঘাটা–বাগডোগরা রাজ্য সড়কে। দুর্ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চারজন ইন্টার্ন—যাঁদের মধ্যে দু’জন মহিলা—ডিউটি শেষে পানিঘাটার দিকে ঘুরতে যাচ্ছিলেন।

সেই সময় বিপরীত দিক থেকে কাজ সেরে শিলিগুড়ির দিকে ফিরছিলেন এক ব্যক্তির গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। আহতদের উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চারজন ইন্টার্নের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়ন্তনী ভাদুড়ি নামে এক ইন্টার্ন ছাত্রীর মৃত্যু হয়। তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে।

অন্য আহতদের মধ্যে দু’জন এখনও চিকিৎসাধীন রয়েছেন, আর একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ি আটক করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।