বউ ভাতে গাছের চারা উপহার

নিজস্ব প্রতিবেদন ঃ গত ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালির সমাজসেবী স্বপন দাস নতুন জীবনে প্রবেশ করেছেন।২৬শে জানুয়ারি ছিল বউ ভাত। সেই অনুষ্ঠানে যাঁরা নিমন্ত্রিত ছিলেন তাদের প্রত্যেককে স্বপন দাস এবং তাঁর স্ত্রী কাকলি দাস একটি করে গাছের চারা উপহার দিয়েছেন। উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি এলাকায় আমরা বেকার সংগঠনের মাধ্যমে ধারাবাহিকভাবে মানবিক ও সামাজিক কাজ করে চলেছেন স্বপন দাস। বিয়ে অনুষ্ঠানে প্রায় দেড়শ জন মানুষের হাতে তিনি তুলে দিয়েছেন গাছের চারা। পরিবেশের প্রতি ভালোবাসা থেকেই তাঁর এই প্রয়াস।আমরা বেকারের সমাজসেবী সজল দত্তসহ আরও অনেকেই এই উদ্যোগের তারিফ করেছেন।