করোনা সংক্রমিতদের চিকিৎসা করতে শিলিগুড়িতে ফিল্ড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদনঃকরোনা সংক্রমিতদের চিকিৎসা করতে শিলিগুড়িতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে তৈরি হলো ফিল্ড হাসপাতাল। শহরের তিনবাত্তি মোড়ের কাছে এক ভবনকে রুপ দেওয়া হয়েছে ফিল্ড হাসপাতালে। সোমবার সেই ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।এই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা করতে কোনো অর্থের প্রয়োজন নেই । সেখানে প্রতিটি বেডের সাথে রয়েছে অক্সিজেনের ব্যবস্থা, পাশাপাশি রোগীদের খাবারের খরচও বহন করবে স্বেচ্ছাসেবী সংগঠন।তবে মূলত গরিব মানুষেরাই এখানে চিকিৎসার সুবিধা পাবেন। শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, লিভার ফাউন্ডেশন, ফোরাম ফর হিউম্যানিটি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উদ্যোগে এই ফিল্ড হাসপাতাল শুরু হয়েছে। এখানে যোগাযোগের নম্বর 9772227487।এবার করোনার আবহে অত্যন্ত কষ্টে পড়েছেন গরিব মানুষেরা।তাদের কথা চিন্তা করে এই মহতি প্রয়াস।