ধূমপান বিভিন্ন রকম ক্ষতি করছে চোখের

নিজস্ব প্রতিবেদন ঃ ভাবছেন একটা সিগারেট টানি, কি আর ক্ষতি হবে? আবার সিগারেট টানছেন, সামনে শিশু সন্তান বা স্ত্রী, সিগারেটের ধোঁয়া আপনার মুখ থেকে আপনার প্রিয়জনদের চোখেও প্রবেশ করলো।জানেন আপনি আপনার বা আপনার প্রিয়জনের কি ক্ষতি করছেন? হ্যা, সে উত্তরই দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ স্নেহা বাত্রা। তিনি একজন কনসালটেন্ট অপথালমোলজিস্ট। অপথালমোলজির শল্য চিকিৎসার ওপর তিনি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। এ বিষয়ে তিনি স্বর্ন পদকও পেয়েছেন। এছাড়া বহু পুরস্কার রয়েছে তাঁর চক্ষু চিকিৎসার ঝুলিতে। তিনি একজন গবেষকও।দিল্লিতে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে শীঘ্রই একটি সম্মলনেও তিনি যোগ দিতে চলেছেন। শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটে তিনি চক্ষু চিকিৎসা করেন।৩১ মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে-কে সামনে রেখে তিনি খবরের ঘন্টাকে জানালেন, যাদের চোখে একটি নির্দিষ্ট বয়স পর ছানি দেখা যায় তাদের কিন্তু আজকাল নির্দিষ্ট বয়সের অনেক আগেই ছানি দেখা যাচ্ছে। কারন ধূমপান। চোখের আরও বিভিন্ন রকম ক্ষতি করছে ধূমপান। এমনকি যাঁরা ধূমপায়ীর কাছে যান তাদেরও ক্ষতি হচ্ছে।