যক্ষ্মা কমানোর সঙ্গে গর্ভবতী মায়েদের মৃত্যু ঠেকানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন ঃ  টিবি বা যক্ষ্মা রোগীর সংখ্যা কমাতে তৎপরতা শুরু হলো। গর্ভবতী মায়েদের মৃত্যু ঠেকাতেও তৎপরতা শুরু করলো জেলা প্রশাসন। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন‍্যাতে আলিপুরদুয়ার জেলার সমস্ত বিডিও, সমস্ত ব্লক স্ব‍াস্থ্য আধিকারিককে নিয়ে বৈঠক করেন আলিপুরদুয়ারের জেলাশাসক ও জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক।সেই বৈঠকেই টিবি এবং গর্ভবতী মায়েদের মৃত্যু কমানো নিয়ে আলোচনা হয়। রুবেলা ভ‍্যাকসিন প্রদান নিয়েও সেখানে আলোচনা হয় ।
বৈঠক শেষে জেলার মুখ‍্য স্ব‍াস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলী বলেন, জেলায় টিবি বা যক্ষ্মা রোগ অনেকটা কমেছে। কিন্তু সেই রোগ আরও কমাতে হবে। জেলা জুড়ে রুবেলা ভ‍্যাকসিন শিবির নিয়েও এদিন সেখানে আলোচনা হয় ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —