
নিজস্ব প্রতিবেদন ঃ মানুষ মানে মান হুঁশের বিকাশ কিভাবে হতে পারে তার এক ব্যতিক্রমী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো শিলিগুড়ি হায়দরপাড়ার বুদ্ধ ভারতী হাইস্কুলে। স্বামী বিবেকানন্দ তিনটি এইচ এর বিকাশ চেয়েছিলেন। অর্থাৎ হেড মানে মস্তিষ্ক বা চিন্তাশক্তির বিকাশ,হ্যান্ড মানে কর্মক্ষমতার বিকাশ এবং হার্ট মানে হৃদয়ের প্রসারণ মানে মানুষের প্রতি ভালোবাসা। বর্তমান অবক্ষয়ের যুগে যুব সমাজের মধ্যে কিভাবে স্বামী বিবেকানন্দের ভাবধারার প্রতিফলন হতে পারে তার এক মূল্যবান প্রশিক্ষণ শিবির মঙ্গলবার ৩০ শে এপ্রিল শেষ হলো ওই স্কুলে।অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের শিলিগুড়ি শাখা এই ৩৯ তম উত্তরবঙ্গ আঞ্চলিক যুব প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলো। ২৭শে মে এই শিবির শুরু হয়।শিবিরে স্বামী বিবেকানন্দের বিভিন্ন দর্শন নিয়ে আলোচনা হয়। মানুষ কিভাবে দেবত্বের পর্যায়ে উন্নীত হতে পারে,নেতিবাচক ভাবনাকে দূরে ঠেলে মানুষ কিভাবে ইতিবাচক ভাবনাকে সামনে রেখে সমাজের জন্য কাজ করতে পারে তার আলোচনাও হয় শিবিরে।সামাজিক কাজের মাধ্যমে ছেলেমেয়েরা কিভাবে নিজেদের আত্মিক গুনাবলীর বিকাশ ঘটাতে পারে সে নিয়েও সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রশিক্ষণ হয়।উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নবম থেকে দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীরা তাতে অংশ নেয়। নিয়মশৃঙ্খলার মধ্যে প্রতিদিন শিবির পর্ব চলে।মঙ্গলবার এই শিবিরের শেষ দিনে সংস্থার শিলিগুড়ি শাখার কার্যকরী কমিটির সদস্য অতনু চৌধুরী এবং উত্তরবঙ্গ পরিচালন সমিতির অন্যতম সহ সম্পাদক অনিন্দ্য বসু প্রশিক্ষণ শিবির সম্পর্কে বিভিন্ন তথ্য মেলে ধরেন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজী মঙ্গলবার সমাপ্তি দিবসে গুরুত্বপূর্ণ বক্তব্য মেলে ধরেন। মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ কিভাবে বৃদ্ধি পায়,কিভাবে মানুষের মন্যুষত্বের বিকাশ ঘটে, সমাজ ও দেশের জন্য মনুষ্যত্বের বিকাশ কেন জরুরি তার বহু তথ্য মেলে ধরেন তিনি।সবমিলিয়ে এই ধরনের শিবির বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে দাগ কাটে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —