মহিলা ক্রিকেটে ক্রমশই নাম করছে শিলিগুড়ির রিচা

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃরাজ্য মহিলা ক্রিকেটে ক্রমশই নাম করছে শিলিগুড়ির রিচা ঘোষ।গত ২৭ জুলাই কলকাতাতে বেস্ট ওম্যানস ক্রিকেটার হিসাবে সি এ বি সংবর্ধনা জানায় রিচাকে।মঙ্গলবার রিচা তার শিলিগুড়ি সুভাষপল্লীর বাড়িতে ফিরলে তাকে সংবর্ধনা জানান শিলিগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সভাপতি মদন ভট্টাচার্য । মদনবাবু এদিন তাকে পুস্প স্তবক ও মিস্টি দিয়ে আগামীদিনে আরও সাফল্য কামনা করেন।
টেবিল টেনিসে শিলিগুড়ির খ্যাতি দেশ জুড়ে। এখন ক্রিকেটেও উঠে আসছে শিলিগুড়ির নাম।ভারতীয় ক্রিকেটের স্টার ঋদ্ধিমান সাহা শিলিগুড়িরই বাসিন্দা। এবার মহিলা ক্রিকেটে ক্রমশ নাম করছে শিলিগুড়ি মার্গারেট হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রিচা ঘোষ।শিলিগুড়ি সুভাষ পল্লীতে ওর বাড়ি।বয়স পনের বছর।ওর বাবা গোবিন্দ ঘোষ সামান্য ব্যবসায়ী।রিচা যেমন বল করতে পারে তেমনই ব্যাটিংয়ে ওস্তাদ।বলা যায়,অল রাউন্ডার।ঝুলন গোস্বামী সহ অন্য অনেক মহিলা ক্রিকেটারের খেলা নিয়মিত অনুসরন করে রিচা।ওর স্বপ্ন,ভবিষ্যতে ভারতীয় মহিলা ক্রিকেট দলে অংশ নেওয়া আর দেশের তেরঙাকে উচুতে মেলে ধরা।বাঘাযতীন ক্লাব ছাড়াও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেছে রিচা।প্রতিদিন চার ঘন্টা ধরে ক্রিকেট ব্যাট আর বল নিয়ে ও মাঠে অনুশীলনে মত্ত থাকে। ২০১৭-২০১৮ সালের জন্য উনিশ বছরের নীচে থাকা বাংলার সেরা মহিলা ক্রিকেটার হিসাবে চিহ্নিত হয়েছে রিচা।এদিন জেলা স্কুল স্পোর্টস এর সভাপতি মদনবাবু বলেন,রিচা যেভাবে ক্রিকেট নিয়ে নিষ্ঠা সহকারে মাঠে পড়ে থাকছে তাদের আশা,ভবিষ্যতে ও দেশের জার্সি গায়ে দিয়ে শিলিগুড়ি তথা দেশের সুনাম বৃদ্ধি করবে।