শিলিগুড়ি আশ্রমপাড়ার স্বামীজি ক্লাবে টিকাকরন শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার শিলিগুড়ি আশ্রমপাড়ার স্বামীজি ক্লাবে টিকাকরন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি পুরসভার ৩৯, ১৪,১৫ এবং ৩৮ নম্বর ওয়ার্ডের সত্তর বছর এবং তার উধ্বের নাগরিকদের টিকাকরন করা হয়। তাছাড়া বিশেষভাবে সক্ষম ৪৫ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের টিকাকরন সম্পন্ন হয়েছে। প্রথম ডোজের প্রাপকদের সঙ্গে দ্বিতীয় ডোজের কূপনও দেওয়া হয় এদিন।রাজ্য সরকার ও শিলিগুড়ি পুরসভার সহযোগিতায় এবং শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও লিভার ফাউন্ডেশন কলকাতার উদ্যোগে এই টিকাকরন শিবির অনুষ্ঠিত হয়।