
নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি জেলায় তৈরি হচ্ছে স্কুবা ডাইভিংএর বিশেষ টিম। নদী আর জলাশয়ে ভরা জলপাইগুড়ি। সেই স্কুবা টিম তৈরির জন্য শুরু হয়েছে মহড়া।
রাজ্য সরকার এজন্য জেলার সিভিল ডিফেন্স দপ্তরকে চার সেট সরঞ্জাম সহ ডুবুরি পোশাক প্রদান করেছে। জলপাইগুড়ি শহরের পাস দিয়ে পাহাড়ী খরস্রোতা নদী বয়ে চলেছে তিস্তা।তাছাড়া শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে করলা নদী। শহরের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী রাজবাড়ী দীঘি। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু জলাশয়,। তাতে প্রতিবছর একাধিক জলে ডোবার মতো দুর্ঘটনা সামনে আসে প্রশাসনের।
বিভিন্ন সময় অত্যাধুনিক সরঞ্জাম সহ প্রশিক্ষিত ডুবুরি না মেলায় বাধা আসে উদ্ধার কার্যে। এই সব দিক বিবেচনা করেই, শনিবার জেলার অতিরিক্ত জেলা শাসক অস্বীনি কুমার রায়ের উপস্থিতিতে রাজবাড়ী দীঘিতে জলে ডোবার মতো দুর্ঘটনার হাত থেকে দ্রুত কি ভাবে উদ্ধার কার্য করতে হবে সেই নিয়েই চললো মহড়া।
অতিরিক্ত জেলা শাসক জানান, এই মুহূর্তে চার জনের একটি দল কলকাতা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, এবং আরো নতুন কিছু সিভিল ডিফেন্স সদস্যদের প্রশিক্ষণ দিয়ে জেলা জুড়ে জল দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্য চালাবার জন্য একটি বিশেষ দল গঠন করা হবে,।
