মানুষ কিভাবে দেবত্বের পর্যায়ে উন্নীত হতে পারে, শ্রীঅরবিন্দের জন্মসার্ধশতবর্ষে বহু কর্মসূচি ডিভাইন লাইফ ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদন ঃ মানুষ কিভাবে নিজের ভেতরের সৌন্দর্যের বিকাশ ঘটিয়ে দেবত্বের পর্যায়ে উন্নীত হতে পারে তার সঠিক দিশা দেখিয়ে গিয়েছেন শ্রীঅরবিন্দ। আজকের এই অশান্তময় পৃথিবীতে বড়ই প্রাসঙ্গিক হয়ে উঠেছে শ্রীঅরবিন্দের দর্শন। নিজের অন্তরের আত্মশক্তির বিকাশ ঘটিয়ে মানুষ কিভাবে নিজেকে আরও উন্নততর করে তুলতে পারে তা জানা যায় শ্রীঅরবিন্দকে নিজের ভেতর থেকে গ্রহণ করলে।আর শ্রীঅরবিন্দের সেই আলোর পথ নিয়ে নিয়মিত আলোচনা হয়ে চলেছে শিলিগুড়ি মিলনপল্লীর লাইফ ডিভাইন ফাউন্ডেশনে। বিশিষ্ট অরবিন্দ অনুরাগী সঞ্জয় গোলেচা শ্রীঅরবিন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে ওই সব কথা জানিয়েছেন খবরের ঘন্টাকে।আগামী ১৫ আগস্ট দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি এবং শ্রীঅরবিন্দের জন্মসার্ধশতবর্ষ। ১৫ আগস্ট শ্রীঅরবিন্দের জন্মদিন। এ-উপলক্ষ্যে শিলিগুড়ি মিলনপল্লী লাইফ ডিভাইন ফাউন্ডেশনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সঞ্জয়বাবু জানিয়েছেন, শ্রীঅরবিন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে তাঁরা ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় বই প্রকাশ করতে চলেছেন। শ্রীঅরবিন্দ সম্পর্কে বহু অজানা কথা, বহু তথ্য সমৃদ্ধ হয়ে উঠতে চলেছে ওই বইগুলো। ১৫ আগস্ট বইগুলোর আবরন উন্মোচন হবে। যাঁরা বিপ্লবী শ্রীঅরবিন্দ, দেশপ্রেমিক শ্রীঅরবিন্দ, মহামানব শ্রীঅরবিন্দ, সাহিত্যিক শ্রীঅরবিন্দ, দার্শনিক শ্রীঅরবিন্দ, অধ্যাত্মসাধক শ্রীঅরবিন্দ সম্পর্কে জানতে চান তাঁরা সেই বইগুলোর দিকে নজর রাখলেই বহু কিছু জানতে পারবেন। ১৫ আগস্ট তাঁরা শ্রীঅরবিন্দ সম্পর্কে প্রশ্ন উত্তর আসরেরও আয়োজন করছেন।এভাবে সারা বছর ধরেই তাদের শ্রীঅরবিন্দ বিষয়ক অনুষ্ঠান হবে বলে সঞ্জয়বাবু জানিয়েছেন।
বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন সঞ্জয়বাবু। শিল্প প্রতিষ্ঠানেরও তিনি কর্নধার। কিন্তু সব কাজের ফাঁকেই তিনি শ্রীঅরবিন্দ এবং শ্রীমা এর দর্শনকে সঙ্গে নিয়ে কাজ করে চলেছেন।