শিলিগুড়ি পুরসভায় মাসিক অধিবেশন

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরে সার্কুলার রোড তৈরির পরিকল্পনা হচ্ছে। জানালেন মেয়র গৌতম দেব। একইসঙ্গে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মাটির নীচ দিয়ে বিদ্যুৎ তার বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মেয়র গৌতম দেব বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন।গৌতমবাবু বলেন, মাটির নীচ দিয়ে বিদ্যুৎ তার বসানো হলে অনেকরকম ক্ষয়ক্ষতি এড়ানো যাবে।
শনিবার শিলিগুড়ি পুরসভায় মাসিক অধিবেশন হয়। সেই অধিবেশনের পর মেয়র গৌতম দেব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।মেয়র আরও জানান,এবার পুজো পর্বে করোনা ও ডেঙ্গুর বিরুদ্ধে ব্যাপক সচেতনতার প্রচার হবে। করোনা সচেতনতা মেনে চলার জন্য তাঁরা সকলকে পরামর্শ দিচ্ছেন।