আরও কিছু স্বল্প দূরত্বের ট্রেন চালু করতে চলেছে রেল

নিজস্ব প্রতিবেদন ঃ পুজোকে সামনে রেখে উত্তরবঙ্গে সম্প্রতি পর্যটকদের স্বার্থে বেশ কিছু ট্রেন পরিষেবা শুরু করেছে রেল।এরমধ্যে দার্জিলিং পাহাড়ে এনজেপি থেকে টয় ট্রেন আবার শুরু করা। তার সঙ্গে ডুয়ার্সের জঙ্গল প্রকৃতি পর্যবেক্ষণের জন্য ভিস্টাডোম শুরু করা। এছাড়া আবার সমতল থেকে তিনধারিয়া পর্যন্ত স্টীম ইঞ্জিন টয় ট্রেনে পাহাড় দেখা। পুজোর মুখে রেলের ওইসব ট্রেন পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এসবের রেশ কাটতে না কাটতেই উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আরও বেশ কিছু স্বল্প দূরত্বের দৈনিক প্যাসেঞ্জার ট্রেন – এর যাত্রা পুনরায় চালু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এন এফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনীত কৌর জানিয়েছেন, ওইসব দৈনিক প্যাসেঞ্জার ট্রেনগুলোর মধ্যে রয়েছে বামনহাট – শিলিগুড়ি , বালুরঘাট – শিলিগুড়ি , আলিপুরদুয়ার – বামনহাট এবং নিউ জলপাইগুড়ি – হলদিবাড়ি। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ওইসব দৈনিক স্পেশাল ট্রেনের চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই ট্রেনগুলির মধ্যে একটি করে ট্রেন শিলিগুড়ি থেকে যাত্রা করে বামনহাট এবং বালুরঘাট – এ পৌঁছাবে ; একটি ট্রেন আলিপুরদুয়ার জংশন এবং বামনহাট -এর মধ্যে এবং অপর একটি ট্রেন নিউ জলপাইগুড়ি এবং হলদিবাড়ির মধ্যে চলাচল করবে । এই প্যাসেঞ্জার ট্রেনগুলির মধ্যে রয়েছেঃ বামনহাট – শিলিগুড়ি জংশন দৈনিক এক্সপ্রেস স্পেশাল ০২.০৯.২০২১ তারিখ থেকে আবার যাত্রা শুরু করবে এবং বামনহাট থেকে সকালে ৯ টা ৩০ মিনিটে যাত্রা করে ঐদিন সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে শিলিগুড়ি জংশনে পৌঁছাবে । ফিরতি অভিমুখে , ট্রেন নং ০৫৪৬৭ শিলিগুড়ি জংশন – বামনহাট দৈনিক এক্সপ্রেস স্পেশাল ০৪.০৯.২০২১ তরিখ থেকে আবার যাত্রা শুরু করবে এবং শিলিগুড়ি জংশন থেকে সকাল ৬ টা ৪৫ মিনিট যাত্রা করে ঐদিন দুপুর ১ টা ৪০ মিেিট বামনহাটে পৌঁছাবে । > ট্রেন নং ০৫৪৬৩/০৫৪৬৪ বালুরঘাট – শিলিগুড়ি জং.- বালুরঘাট দৈনিক ইস্টারসিটি এক্সপ্রেস স্পেশাল ০৩.০৯.২০২১ তারিখ থেকে আবার যাত্রা শুরু করবে এবং ঐদিন বালুরঘাট থেকে দুপুর ১ টা ১৫ মিনিটে যাত্রা করে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে শিলিগুড়ি জংশন পৌঁছাবে এবং শিলিগুড়ি জংশন থেকে একই দিনে সকাল ৮ টায় ছেড়ে ঐদিন বিকেল ৩ টে ১৫ তে বালুরঘাট পৌঁছাবে । ট্রেন নং ০৫৪৬৫ আলিপুরদুয়ার জংশন – বামনহাট দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল ০২.০৯.২০২১ তারিখ থেকে আবার যাত্রা শুরু করবে এবং সকাল ৬ টা ২০ মিনিটে আলিপুরদুয়ার জংশন থেকে যাত্রা করে ঐদিন সকাল ৮ টা ৪৫ মিনিটে বামনহাট পৌঁছাবে । ফিরতি অভিমুখে , ট্রেন নং ০৫৪৬৬ বামনহাট – আলিপুরদুয়ার জংশন দৈনিক প্যাসেঞ্জার স্পেশাল ০৪.০৯.২০২১ তারিখ থেকে যাত্রা শুরু করবে এবং বিকেল ৪ টে ১৫ মিনিটে বামনহাট থেকে ছেড়ে ঐদিন সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে আলিপুরদুয়ার পৌঁছাবে । ট্রেন নং ০৫৭৪৯/০৫৭৫২ নিউ জলপাইগুড়ি – হলদিবাড়ি – নিউ জলপাইগুড়ি দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ০২.০৯.২০২১ তারিখ থেকে আবার যাত্রা শুরু করবে এবং সকাল ৯ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা করে সকাল ১০ টা ৫৫ মিনিটে হলদিবাড়ি পৌঁছাবে এবং ঐ একই দিনে বিকেল ৫ টা ৩৫ মিনিটে হলদিবাড়ি থেকে যাত্রা করে সন্ধ্যা ৭ টায় নিউ জলপাইগুড়ি পৌঁছাবে । আইআরসিটিসি ওয়েবসাইটে – এই ট্রেনগুলির স্টপেজ এবং সময়সূচি বিশদে পাওয়া যাবে । বিভিন্ন সংবাদপত্রে ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সােশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এ বিষয়ে দেওয়া হয়েছে । যাত্রা শুরু করার আগে যাত্রীসাধারণকে এই তথ্যগুলি বিশদে দেখে নিতে অনুরােধ করা হচ্ছে । সেইসঙ্গে এও জানানাে হচ্ছে যে , ট্রেনে যাত্রা করা কালীন এবং গন্তব্যে পৌঁছনাের পর , রাজ্যে লাগু স্বাস্থ্যবিধি যাত্রীদের মেনে চলতে হবে । সকল যাত্রীদের এই বিষয়ে রেলওয়ে এবং এই সকল রাজ্যের সরকারি আধিকারিকদের সঙ্গে সহযােগিতা করতে অনুরােধ করা হচ্ছে রেলের তরফে।