
নিজস্ব প্রতিবেদন ঃ যারা খবরের ঘন্টা নিয়মিত অনুসরণ করেন তারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন শিলিগুড়ি আদর্শ পল্লী নিবাসী ব্যতিক্রমী প্রতিভা প্রিয়াঙ্কা মহান্তের কথা। সুন্দর ভরত নাট্যম নৃত্য করতে পারে প্রিয়াঙ্কা। তার সঙ্গে ফেলে দেওয়া বিভিন্ন বোতলের ওপর চিত্রশিল্প ফুটিয়ে তোলে প্রিয়াঙ্কা। চিত্রশিল্প ফুটিয়ে তোলার বহু নমুনা রয়েছে প্রিয়াঙ্কার কাছে। আর্থিক দিক থেকে অনগ্রসর হলেও প্রিয়াঙ্কা সে কথা কখনো কাওকে প্রকাশ করে না।খমক বাজিয়ে লোকগানেও মেতে ওঠে এই প্রজন্মের ব্যতিক্রমী প্রতিভা প্রিয়াঙ্কা। কেও ওকে বাউন্ডুলে, কেওবা গুনু বলে ডাকে।কিন্তু রাখি পূর্নিমার পুন্য লগ্নে গুনুর আরও একটি প্রতিভা বা মানবিক গুন বুধবার ধরা পড়লো খবরের ঘন্টায়। শিলিগুড়ি ঘোঘোমালি ফল বাজার রোডের সেই অসহায় সূত্রধর পরিবারের পাশে নিজের সীমিত ক্ষমতার মধ্যেও দাঁড়ালো প্রিয়াঙ্কা ওরফে বাউন্ডুলে। মা আসছে।আর উমা মায়ের আগমন উপলক্ষে বাউন্ডুলে গোল পিচ বোর্ড সংগ্রহ করে তার মধ্যে ফেব্রিক দিয়ে দেবী দশভূজার ছবি এঁকেছে। সেই শিল্প কলার একটি নমুনা এদিন প্রিয়াঙ্কা উপহার হিসাবে তুলে দেয় তাপসী সূত্রধরকে। কঠিন ব্যাধি মায়োপিয়ার জেরে বিছানায় শয্যাশায়ী তাপসী।অথচ ইতিহাসে অনার্স নিয়ে এম এ পাশ করা তাপসী ছবি আঁকতে জানে, তাপসী সেলাই জানেও। শিল্প কর্মের মাধ্যমে তাপসী যাতে স্বনির্ভর হতে পারে তারজন্য সীমিত ক্ষমতার মধ্যেও বাউন্ডুলে তাপসীর পাশে থাকতে চায়।বাউন্ডুলের বন্ধু শিলিগুড়ি কলেজের ছাত্র সৌরভ দাসও অঙ্কন চর্চার নেশায় রয়েছে। সৌরভও এদিন প্রিয়াঙ্কা ওরফে বাউন্ডুলের সঙ্গে তাপসীদের বাড়িতে গিয়ে তাকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানায়।তাপসীও প্রিয়াঙ্কাদের উৎসাহে উদীপ্ত। প্রসঙ্গত বাউন্ডুলের অসাধারণ চিত্র শিল্পের প্রতিভাকে কাজে লাগিয়ে এবার শিলিগুড়ি সংহতি মোড় পূজা কমিটি তাদের ২৫ বছর পূর্তিতে নতুন কিছু থিম উপহার দিতে চলেছে। বুধবার সংহিত মোড় পূজা কমিটির খুঁটি পুজোও সম্পন্ন হয়েছে। আসন্ন শারদীয়া উৎসব বা দেবী দুর্গার আরাধনা তখনই সার্থক হবে যখন আমরা সবাই মিলে তাপসীদের মতো হতদরিদ্র এবং অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো।তাপসী,তাপসীর ভাই দীপঙ্কর দু’জনেই কঠিন মায়োপিয়াতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। ওদের বাবা মা-ও অসুস্থ। সমগ্র পরিবারটি আজ বিপন্ন। সবাই মিলে পুজোর খরচ কিছু কমিয়ে এই ধরনের পরিবারের মুখে হাসি ফোটাতে পারলে দেবী দুর্গার আরাধনা সত্যিকারের সার্থক হবে।
তাপসীদের সাহায্য করার জন্য যোগাযোগ নম্বর এবং ব্যাঙ্ক ডিটেইলস দেওয়া হলো—
Central Bank of India
,Ghogomali Branch
Mr. Jiten Sutradhar
Chayan para,Falbazar Road
Account no: 3832328819
IFSC code : CBIN0284223
যোগাযোগের জন্য ফোন নম্বর :9434826307
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
