বন্য পশু ও পথ শিশুদের জন্য তৈরি হল আবাসন

নিজস্ব সংবাদদাতাঃকোচবিহার ২ নম্বর ব্লকের অন্তর্গত ডোডেয়ার হাট বাঁচুকামারী এলাকায় বন্য পশু ও পথ পশুদের জন্য তৈরি করা হলো আবাসন। কোচবিহার এনিমেল এন্ড রেপটাইলস প্রটেক্টিং সোসাইটির পক্ষ থেকে অসুস্থ বন্য পশু ও অসুস্থ পথ পশুদের চিকিৎসার জন্য এই আবাসনটি তৈরি করা হলো। শনিবার দুপুরে ওই আবাসনের শুভ উদ্বোধন করেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে সংস্থার সদস্য অধিরাজ আইচ বলেন, আজ আমাদের সংস্থার দীর্ঘদিনের একটি স্বপ্ন সফল হল। এখন থেকে অসুস্থ যে সমস্ত বন্য পশু বা পশুদের দেখব আমরা সেখান থেকে তাদের তুলে নিয়ে এই আবাসনে আসবো। এখানেই আমরা তাদের দেখাশোনা করার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করব। যখন তারা সুস্থ হবে তখন তাদের নিজেদের এলাকায় পুনরায় ছেড়ে দেওয়া হবে। এখানে অপারেশন থিয়েটারের ব্যবস্থা করা হবে। যদি কোন বন্য পশু বা পথ পশু গুরুতর আহত থাকে তাদের সমস্ত রকম চিকিৎসা করার ব্যবস্থা করা হবে।

এনিমেল এন্ড রেপটাইলস প্রটেক্টিং সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়। তিনি বলেন বিভিন্ন সময়ে বিশেষ করে এই প্যানডেমিক মুহূর্তের কয়েক মাস আমি লক্ষ করেছি এরা খুব ভালো কাজ করেছে। নব প্রজন্ম এভাবে কাজ করে গেলে ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে আগামী প্রজন্মের কাছে।