আলো দিয়ে সাইকেল সাজিয়ে মিছিল শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ এবারে বাজিবন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে শনিবার বিকালে শিলিগুড়িতে অন্যরকম এক সাইকেল মিছিল বের করে শিলিগুড়ি সাইক্লিং কম্যুনিটি।ওই সংগঠনের সদস্যরা শিলিগুড়ি বাঘাযতীন পার্ক চত্বর থেকে শুরু করেন তাদের মিছিল। দার্জিলিং মোড় পর্যন্ত ঘুরে মিছিল আবার বাঘাযতীন পার্ক চত্বরেই শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বাজি ব্যবহার না করার আবেদন জানান সকলের কাছে। তাঁরা তাদের সাইকেলগুলোকেও অন্যরকম আলো দিয়ে সাজিয়ে তুলেছিলেন যা পথচারীদের মনেও বেশ দাগ কাটে।শিলিগুড়ি ট্রাফিক পুলিশ এই অন্যরকম সাইকেল মিছিলকে যেভাবে সহযোগিতা করে তারজন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে শিলিগুড়ি সাইক্লিং কম্যুনিটি থেকে।