ব্যতিক্রমী মানবতার নজির, অসুস্থ বিশেষ চাহিদাসম্পন্নের দাড়িও কেটে দিচ্ছেন পদ্মশ্রী

নিজস্ব প্রতিবেদন ঃএকেই বলে মানবিকতা,একেই বলে মানবসেবা।ছবিতে দেখুন পদ্মশ্রী করিমূল হক তাঁর মানবসেবা সদন হাসপাতালে একজন বিশেষ চাহিদাসম্পন্ন বয়স্ক মানুষের দাড়ি কেটে স্নান করিয়ে দিচ্ছেন। কখনবো সেই বয়স্ক মানুষকে নিজে হাতে খাইয়েও দিচ্ছেন করিমূল হক।নিজে তিনি পদ্মশ্রী হলেও কোনো অহঙ্কার নেই মনে।ডুয়ার্সের ক্রান্তি রাজডাঙা মানব সেবা সদন হাসপাতালে এভাবেই চলছে মানব সেবা। শিলিগুড়ি শক্তিগড়ে নিজস্ব ফ্ল্যাটেই থাকতেন বিশেষ চাহিদাসম্পন্ন কামাখ্যা নন্দী চৌধুরী। তাঁর সঙ্গে তাঁর বোনও থাকতেন।খাওয়াপড়ার অভাব না থাকলেও তাদের দেখার কেও তেমন ছিলো না। ফ্ল্যাটের মধ্যেই তাঁরা অসুস্থ হয়ে থাকায় খবর পান ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। মানবিক কারনেই মুনমুনদেবী খবরটি পদ্মশ্রী করিমূল হকের কানে পৌঁছে দেন। এরপর করিমূলবাবু শিলিগুড়ি এসে অসুস্থ সেই ভাই বোনকে উদ্ধার করে তাঁর মানবসেবা সদন হাসপাতালে নিয়ে যান।সেখানেই এখন সেবা দিয়ে করিমূলবাবু তাদের সুস্থ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।করিমূল হকের মানবসেবা সদন হাসপাতালে এ এক ব্যতিক্রমী ঘটনা