নিজস্ব প্রতিবেদন:
দুর্গা পূজার সময় সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছিল জলপাইগুড়ির একাধিক পুজো কমিটি। “সেফ ড্রাইভ সেভ লাইফ” থিমকে কেন্দ্র করে সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে মোট পাঁচটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়।

এর মধ্যে তিনটি ক্লাব দুর্গা পুজোয় “সেফ ড্রাইভ সেভ লাইফ” বিষয়কে কেন্দ্র করে থিম মণ্ডপ নির্মাণ করে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করেছিল। পাশাপাশি, পুজো কার্নিভালের সময় একই থিমে জনসচেতনতা বাড়ানোর প্রয়াসে অংশ নেওয়া আরও দুটি ক্লাবকেও সম্মানিত করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে ওই পাঁচটি পুজো কমিটির সদস্যদের হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে — শুধুমাত্র উৎসবের আনন্দ নয়, সামাজিক দায়িত্ববোধের পরিচয় দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাদের এই পদক্ষেপ নিঃসন্দেহে সমাজে সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

