সাজু তালুকদারের হাতে নতুন শাড়ি কম্বল তুলে দিলেন সঙ্গীত শিল্পী অদিতি চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার ছিল বছরের শেষ দিন।আবার শনিবার শুরু হতে চলেছে নতুন একটি বছর।এই শুভ মুহুর্তে বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদারের হাতে কম্বল ও কিছু শাড়ি তুলে দিলেন সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী। প্রয়াত পুলিশ অফিসার প্রভাত চক্রবর্তীর স্ত্রী অদিতিদেবী। ডুয়ার্সের বীরপাড়া এথেলবাড়িতে রাস্তা থেকে নিরাশ্রয় অসহায়দের তুলে এনে নিজের হেভেন শেল্টার হোমে আশ্রয় দেন সাজুবাবু। তাঁর একটি বস্ত্র ব্যাঙ্কও রয়েছে। গরিব অসহায় মানুষের জন্য সাজুবাবু যেভাবে কাজ করে চলেছেন তা একটি বিরল নজির।শুক্রবার বছর শেষের দিনে সাজুবাবু শিলিগুড়ি এলে সঙ্গীত শিল্পী শিল্পী পালিত, তার স্বামী কাঞ্চন পালিত সাজুবাবুর হাতে কিছু অর্থ সাহায্য করেন।এছাড়াও আরও কিছু মানুষ সাজুবাবুকে এদিন সহায়তা করেন।তাদের মধ্যেই একজন ছিলেন অদিতি চক্রবর্তী। নতুন কিছু শাড়ি এবং কম্বল এদিন অদিতিদেবী তুলে দেন হেভেন শেল্টার হোমের আবাসিকদের জন্য