নিজস্ব প্রতিবেদক :
অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘের শিলিগুড়ি শাখার উদ্যোগে মঙ্গলবার, ৩০ ডিসেম্বর গভীর শ্রদ্ধা ও ভক্তির আবহে স্মরণ করা হল শ্রীশ্রী সারদা মাকে। এই উপলক্ষে শিলিগুড়ি বাবুপাড়ায় সংঘের স্থানীয় সম্পাদিকা নমিতা ধারার বাসভবন প্রাঙ্গণে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহুডাঙি শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী নরেশানন্দ মহারাজ, শিলিগুড়ি সেবক রোড রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিশ্বধরানন্দ মহারাজ, সাহুডাঙি শ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী বিনয়ানন্দ মহারাজ ও স্বামী জীবনানন্দ মহারাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী শ্রী সারদা সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা শিপ্রা সহায়, কলকাতা বেহালা-বড়িশা শাখার সম্পাদিকা চৈতালি দেব, হাওড়া রামরাজতলা শাখার সম্পাদিকা কৃষ্ণা রায় সহ বিভিন্ন সদস্যা ও ভক্তবৃন্দ।
অনুষ্ঠানের সূচনায় সারদা মায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর উপস্থিত সন্ন্যাসীবৃন্দ ও অতিথিরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, সুস্থ সমাজ ও মানবিক দেশ গঠনের ক্ষেত্রে মা সারদা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।
আলোচনায় মা সারদার কয়েকটি কালজয়ী বাণী বিশেষভাবে উঠে আসে—“যদি শান্তি চাও, কারও দোষ দেখো না; নিজের দোষ দেখো।” এবং, “সকলেই আমার সন্তান—কারও প্রতি ঘৃণা নয়, সকলের মধ্যেই ঈশ্বরকে দেখো।”এই বাণীগুলি আজকের সমাজ জীবনে সহনশীলতা, মানবপ্রেম ও আত্মশুদ্ধির পথ দেখায় বলে মত প্রকাশ করেন বক্তারা।
সংঘের পক্ষ থেকে সভাপতি ডলি ব্যানার্জি ও সম্পাদিকা নমিতা ধারা সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় গীতি আলেখ্য ‘জগতজননী’, যা অনুষ্ঠানে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী পারমিতা বিশ্বাস। সংগীত পরিবেশনায় সহযোগিতা করেন বিশিষ্ট শিল্পী নির্মল গাঙ্গুলি, তবলায় জয়ন্ত দে এবং সিন্থেসাইজারে সুব্রত মুখার্জি।শ্রদ্ধা, ভাবনা ও সঙ্গীতের মেলবন্ধনে সারদা মাকে স্মরণ করে দিনটি হয়ে ওঠে এক অনন্য আধ্যাত্মিক উপলক্ষ।

