
নিজস্ব প্রতিবেদন ঃ গরম থেকে বাঁচতে চান ? গাছ লাগান ।। ইসলামপুর সিস্টার্স ও ব্রাদার্স সোসাইটি থেকে রবিবার ১৭ জুলাই ইসলামপুর শহরে পথচলতি মানুষ , টোটো চালক , গাড়ি চালক সকলকে একটি করে গাছ উপহার দেওয়া হয় ।এদিন সোসাইটির সদস্য পঙ্কজ সঞ্চিতা যুতিকা সাহেব বির ও ওয়াসিমকে বিভিন্ন প্রজাতির গাছ উপহার দিতে দেখা গেলো । সোসাইটির সভাপতি বাপন দাস বলেন বিশ্ব উষ্ণায়নের জন্য গরম বেড়েছে তাই গাছ লাগালে কিছু ঘাটতি মিটবে ।। এদিনের সেই সব গাছ দিয়ে সহযোগিতা করে চোপড়া বন বিভাগ।
