
- নিজস্ব প্রতিবেদন ঃ বিষাক্ত পার্থেনিয়ম সরাতে সাফাই অভিযান হলোকোচবিহার বিবেকানন্দ স্টেট আবাসন থেকে শ্মশান মোড় পর্যন্ত এলাকায়। এলাকায় প্রচুর পরিমাণ পার্থেনিয়াম গাছ তৈরি হয়ে গিয়েছে।সেগুলো তুলে দেওয়ার চেষ্টা হলো।তার সঙ্গে জীবন উন্মুক্ত স্প্রে করা হয়। এই গাছ কোনও এলাকায় থাকলে শ্বাসকষ্ট, এলার্জি, হাঁপানি এবং চর্মরোগ হতে পারে।
কৃষি ক্ষেত্রেও এর কুপ্রভাব পড়ে।স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সোমবার কোচবিহারে ওই পার্থেনিয়াম বিরোধী অভিযান হয়। এদিনের ওই কর্মকান্ডে উপস্থিত ছিলেন শঙ্কর রায়, সমীর রাউত পিংকু সোম প্রমুখ।