
নিজস্ব প্রতিবেদন ঃ শকুনের ডানায় বসেছে ট্রান্সমিটার। কিন্তু সেই ট্রান্সমিটারের মাধ্যমে শকুনের ওপর নজরদারি চালাবে বন দপ্তর। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে সোমবার দেশের আকাশ থেকে হারিয়ে যাওয়া দশটি ‘হোয়াইট ব্যাক্ড’ প্রজাতির শকুনকে প্রকৃতিতে উন্মুক্ত করা হয়।ওই প্রজাতির শকুনদের ইতিমধ্যেই লাল তালিকাভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সংস্থা।২০২১ সালের পর ফের দ্বিতীয় দফায় শকুন ছাড়া হ’ল।শকুন গুলির ডানায় প্রতিস্থাপন করা হয়েছে আমেরিকা থেকে আমদানি করা প্ল্যাটফর্ম ট্রান্সমিটার টার্মিনাল।ওই যন্ত্রের পাঠানো সংকেতের মাধ্যমে তাদের উপর নজরদারি চালাবে বনদপ্তর।
