
নিজস্ব প্রতিবেদন ঃ একটি সরকারি বিদ্যালয়কে কিভাবে আদর্শ স্কুলে পরিনত করা যায়,তা জানতে হলে শিক্ষাপ্রেমীরা সকলেই নজর রাখেন শিলিগুড়ি মহকুমার বিধান নগর মুরলীগঞ্জ হাইস্কুলের ওপর। সেখানকার ব্যতিক্রমী প্রধান শিক্ষক সামসুল আলমের ব্যতিক্রমী প্রয়াস নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার সেই মুরলীগঞ্জ হাইস্কুলের দশজন শিক্ষার্থী রাউন্ড টেবিল ইন্ডিয়ার উদ্যোগে স্বপ্নের উড়ান প্রকল্পে কলকাতার দর্শনীয় ও ঐতিহাসিক স্থান দেখার সুযোগ পেল। সোমবার শিক্ষার্থীদের নিয়ে কলকাতায় রওনা হন মুরালীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম। প্রধান শিক্ষক জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মেধাবী ও দুঃস্থদের চয়ন করে কলকাতায় ঘোরানো হলো। এই ১০ শিক্ষার্থী কলকাতার কথা বইয়ের পাতায় পড়েছে।তাঁরা আকাশে বিমান দেখেছে কিন্তু বিমানে কখনো চাপেনি।তাই এবার বিমানে ওঠা ও কলকাতা দেখার সুযোগ করা হলো। একদিনের সফর হলেও এই কর্মসূচিতে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা।
