থ্যালাসেমিয়া রোগীদের জন্য সাইকেল যাত্রা

  1. নিজস্ব প্রতিবেদন ঃ থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেচ্ছা রক্তদানের বার্তা দিতে সাইকেল যাত্রা।সোমবার স্বেচ্ছা রক্তদানের বার্তা নিয়ে সিকিমের উদ্দেশ্যে রওনা দিল উত্তর দিনাজপুরের ইটাহারের যুবক জামিলুস। ইটাহারের যুবক জামিলুস সিয়াম আগেও বিভিন্ন সচেতনতা মূলক বার্তা নিয়ে রাজ্যের রাজধানী কলকাতা সহ বিভিন্ন প্রান্তে গেছে সাইকেল নিয়ে। তবে এই প্রথম অন্য রাজ্যে যাচ্ছে সে। জামিলুস সিয়াম সাইকেল নিয়ে নর্থ সিকিমের এবড়োখেবড়ো পাহাড়ি রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বরফে ঢাকা গুরুদম্বার লেক যাবে।