কোচবিহারে প্রচুর পাখির আগমন

নিজস্ব প্রতিবেদন ঃ কোচবিহার শহরের আইটিআই মোড়ের ফরেস্ট অফিসের সামনে এবং তার সঙ্গে পাশে থাকা গাছগুলোতে শামুক খোলের আগমন শুরু হয়ে গিয়েছে। এবছর প্রচুর পরিমাণে পাখির আগমন হয়েছে।
তারা প্রতিবছর এই জায়গাতে এসে থাকে। বিভিন্ন গাছের পাতা ও ডালপালা দিয়ে বাসা তৈরি করে তারা। ডিম ফুটিয়ে তাদের ছানা পালাদের বড় করে এই শহর ছেড়ে অন্য শহরে আবার পাড়ি দিতে থাকে প্রতিবছর পুজোর আগে এরা আশেপাশের গাছগুলোতে বাসা তৈরি করে শীত পর্যন্ত থেকে অন্য শহরে চলে যায়।
কোচবিহার থেকে শঙ্কর রায়ের রিপোর্ট।