
নিজস্ব প্রতিবেদন ঃ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলনের শিলিগুড়ি মহানগর শাখার এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি চম্পাসারির চায়না মুখার্জির বাড়িতে। সেখানে কেও কবিতা পাঠ করেন, কেও তাঁর গল্প পাঠ করেন।কবি ও সাহিত্যিক প্রবীর শীলও সেখানে তাঁর সাহিত্য সৃজন মেলে ধরেন। বক্তব্য রাখেন বাংলা ভাষার বিশেষ অনুরাগী ও শিক্ষক আশীষ ঘোষ, কবি ও বিজ্ঞানী নির্মলেন্দু দাস সহ অন্যরা।
