স্বাধীনতার ৭৫ বছরে এস এস বির সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদন ঃ ভারতের স্বাধীনতার ৭৫ বছর বা আজাদি কা অমৃত মহোৎসব গোটা দেশে পালিত হচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে আজাদি কা অমৃত মহোৎসব–এর সূচনা করেছেন ৷ আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ৪ঠা আগস্ট ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার শিলিগুড়ি, সেক্টর হেডকোয়ার্টার রানিডাঙ্গা, রানি ডাঙ্গা এসএসবি এর ৪১ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে সাইকেল র‍্যালি বের করা হয়। এই সাইকেল রেলির মাধ্যমে সমস্ত জনগনকে দেশপ্রেমের বার্তা দেওয়া হচ্ছে। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে আত্মসুখ বিসর্জন দিয়ে লড়াই করেছেন সেই বার্তা দেওয়া হচ্ছে ওই র‍্যালির মাধ্যমে। স্বাধীনতা দিবস দেশবাসীর কাছে বড় আনন্দের দিন৷বৃহস্পতিবার ওই সাইকেল র‍্যালিটি রানিডাঙ্গা এস এস বি ক্যাম্প থেকে শুরু হয়ে শিলিগুড়ি নৌকা ঘাট ব্রিজ পর্যন্ত পরিক্রমা করে।