
নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় এস এস বির ৫৩ নম্বর ব্যাটালিয়ানের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি হল। শুক্রবার দলসিংপাড়ার ছাত্রছাত্রীদের নিয়ে সেই বৃক্ষরোপণ কর্মসূচি হয়। এদিনের কর্মসূচিতে এস এস বি জওয়ানরা ছাড়া দলসিংপাড়া গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু জয়সোয়াল এবং এলাকার অন্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
