বাজি মাত করছে লাইটিং রাখি

নিজস্ব প্রতিবেদন ঃ নানা রকমের রাখিতে ছেয়ে গিয়েছে বাজার। এরমধ্যে এবার উল্লেখযোগ্য হলো লাইটিং রাখি। লাইটিং রাখি কিনতে বেশ আগ্রহ দেখাচ্ছে ক্রেতারা। গত ২ বছরের করোণা সংক্রমণ কাটিয়ে এবারে মালদায় রাখির বাজার বেশ জমজমাট । ১০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা দরের বিভিন্ন ধরনের রাখি বিক্রি হচ্ছে বাজারে। মালদা শহরের বিচিত্রা মার্কেট , চিত্তরঞ্জনপুরো বাজার সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রাখি বিক্রির পালা । আগামী ১২ আগস্ট দেশজুড়ে পালিত হবে রাখি বন্ধন উৎসব । তার আগে মালদার বাজার ছেয়েছে রঙিন রাখিতে । দাম সাধ্যের মধ্যে থাকায় ক্রেতারাও রাখি কেনায় ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। রাখি বিক্রি হওয়াতে খুশি ব্যবসায়ীরাও।