খুলে গেলো ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগান

নিজস্ব প্রতিবেদন ঃ দীর্ঘ কুড়ি বছর পর খুলে গেলো ডুয়ার্সের রেডব্যাঙ্ক চা বাগান। বাগানটি বন্ধ থাকায় শ্রমিকরা বেশ খুশি। বিশেষ করে পুজোর আগে বাগান খোলায় বুধবার বাগান চত্বরে আবীর খেলাও হয়।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক, দার্জিলিং জেলা তৃনমূলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী, নকুল সোনার, রাজেশ লাকড়া সহ অন্যরা। বিশিষ্ট শ্রমিক নেতা তথা দার্জিলিং জেলা তৃনমুল চেয়ারম্যান অলোক চক্রবর্তী এই বন্ধ চা বাগানটি খোলার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন অনবরত।