
নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি, ১১ই আগস্ট : গত ৭ই আগস্ট ১৮তম রাজ্য বধির ফুটবল টুর্নামেন্ট বেলেঘাটা সুভাষ সরোবর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে গেল। এই কোয়ার্টার ফাইনালে হুগলি জেলার বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা বধির ফুটবল টিম দুরন্ত ও প্রতি আক্রমণেও প্রতিশোধ নিতে পারেনি। প্রথমার্ধে হুগলি জেলা প্রথম গোল করে, রক্ষন রুখতে ব্যর্থ হয় অভিজিৎ, বিকি ও জলেস্বর। তারপর প্রতি আক্রমণাত্মক করে গোলমুখ করতে ব্যর্থ হন প্রেম শা, সেলিম, দীপক ও বিকি। চার বার অফসাইড হয় প্রেম ও বিকির। তবে দ্বিতীয়ার্ধে জলপাইগুড়ি জেলা খেলোয়াড়দের শট গোল করতে মিস করলেন প্রেম ও বিকি। তারপর ২০ মিনিটে মাঠ ছাড়তে হয় অধিনায়ক অভিষেককে। পরিবর্তে নামান তপন রায়কে।পারফরম্যান্স দুর্দান্ত খেলেছে রাকেশ সরকার, মুন্না সরকার, অনুপ রায়, মোঃ সেলিম ও প্রেম শা। একথা জানান জলপাইগুড়ি জেলা বধির ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি শ্বাশ্বতি গুহ রায়। আগামী বছর তারা ভালো ফল পেতে মরিয়া চেষ্টা করবে বলে জানিয়েছে।
