পদ্মশ্রীর প্রয়াসের জের,ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত মহিলা সুস্থ

নিজস্ব প্রতিবেদন ঃ পদ্মশ্রী করিমুল হক মানব সেবা সদন হাসপাতালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সম্রাট রবিবার এসেছিলেন। পদ্মশ্রী করিমুল হক ডক্টর সম্রাটকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান। ডক্টর সম্রাট বিনামূল্যে করিমূল হক মানব সেবা সদন হাসপাতালে কয়েক জন রোগী দেখেন।পদ্মশ্রী করিমুল হকের উদ্যোগে এবং ডক্টর সম্রাটের তত্বাবধানে ধোলাবাড়ি এলাকার বাসিন্দা এক মহিলা ব্রেস্ট ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থ হয়ে বর্তমানে স্বাভাবিক জীবন যাপন করছেন । এরপর জলপাইগুড়ি সদর থেকে দিলীপ ভৌমিক নামে ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন পদ্মশ্রী করিমুল হক। ডঃ সম্রাটই সেই ক্যান্সার আক্রান্তের চিকিৎসা করবেন বলে পদ্মশ্রী জানিয়েছেন।। ডক্টর সম্রাট পদ্মশ্রী করিমুল হক মানব সেবা সদন হাসপাতালে দুটি গাছ তুলে দিয়েছেন এবং আগামী দিনে প্রতিটি মানুষকে মানুষের পাশে মানবিকভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।।।