বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান লেখকের

নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার ২৩শে আগস্ট ২০২২ , শিলিগুড়ি শিবমন্দিরের গুহ পরিবারের তরফে লেখক সজল কুমার গুহের পিতৃদেব স্বর্গীয় নগেন্দ্রনাথ গুহের স্মরণে বাগডোগরা গোসাইপুরস্থিত বিদ্যালয়ে একটি সিলিং ফ্যান দান করা হয় । আগামী দিনে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় সজল কুমার গুহর তরফে। এদিন সেখানে সজলবাবুর কথায় উঠে আসে আধ্যাত্মিক জগতের একটি চিরন্তন বাণী ” পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ”।