
নিজস্ব প্রতিবেদন ঃ পেট দিয়ে ওর মল নিষ্কাশন বন্ধ হয়েছে। আপাতত শিলিগুড়ি উত্তর সুকান্তনগরের মামা বাড়িতে সুস্থ হয়ে উঠছে আকাশ দে। ওর বাবা মা নেই। মাঝখানে ওর শারীরিক অবস্থা এমন হয় যে মৃত্যু মুখে চলে যায় । সকলের প্রচেষ্টায় আকাশ সুস্থ হয়ে মেডিক্যাল থেকে বাড়ি ফেরে।চিকিৎসক কিছু ওষুধ লিখে দিয়েছেন আকাশকে।কিন্তু ওষুধ কেনার মতো ক্ষমতা নেই আকাশের।বৃহস্পতিবার আমরা বেকার সংগঠনের তরফে সমাজসেবী সজল দত্ত আকাশের মামার বাড়ি গিয়ে কিছু ওষুধ তুলে দিয়েছেন।
