
নিজস্ব প্রতিবেদন ঃ বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। সেই কারনে করোনা পরবর্তী পরিস্থিতিতে বাংলার দুর্গোৎসবের মজাই এবার অন্যরকম।সেই দিকে তাকিয়ে শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত আনন্দময়ী কালিবাড়িও এবার অন্যরকমভাবে পুজো উৎসবে সামিল হচ্ছে। তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠ থেকে তাদের বিশেষ পুজো শোভাযাত্রা বের হবে। বাংলার দুর্গোৎসবকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়াতে ধন্যবাদ জানিয়ে ওই শোভাযাত্রা বের হবে। চারনকবি মুকুন্দ দাসের স্মৃতি বিজড়িত আনন্দময়ী কালিবাড়ি প্রতি বছরের মতো এবারও নিষ্ঠার সঙ্গে পুজো উৎসবে সামিল হচ্ছে। আর এবারে বের হবে তাদের বিশেষ শোভাযাত্রা। কালিবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, করোনা না থাকায় এবার তাঁরা বেশি করে প্রসাদ বিতরন করবেন। তাঁরা তাদের মন্দির চত্বরে স্থায়ী দুর্গা মন্দির তৈরি করছেন।সেই বিষয়টিও তাদের মাথায় রাখতে হচ্ছে। এরজন্য আলাদা বাজেট তৈরি করে কাজ করতে হচ্ছে। পুজোকে সামনে রেখে সামজিক ও মানবিক কাজ করে আনন্দময়ী কালিবাড়ি সমিতি। তাই এবারও প্রচুর বস্ত্র বিতরণ করবেন তাঁরা। মানুষের সেবাকে ঈশ্বর সেবা মনে করে সারা বছর ধরেই বিভিন্ন কাজ করে থাকে আনন্দময়ী কালিবাড়ি সমিতি। এরমধ্যে দুঃস্থ ও মেধাবীদের বিনামূল্যে কোচিং ক্লাস যেমন আছে তেমনই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও রয়েছে। পুজোর জন্য সোমবার রাতে কালিবাড়ি চত্বরে বিশেষ বৈঠকও হয়।পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্য বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে ভাস্করবাবু জানিয়েছেন।
