
নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে গণেশ পূজা।বিভিন্ন স্থানে এবার নিষ্ঠা ও ভক্তির সঙ্গে গনেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে। শিলিগুড়ির বিধান মার্কেটে গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গণেশ পূজা অনুষ্ঠিত হচ্ছে অন্যান্য স্থানের থেকে বড় ও উচ্চ পর্যায়ে। এই গণেশ উৎসব নিয়ে পূজা কমিটির সম্পাদক সুব্রত সাহা বলেন, ‘করোনার দুই বছর পর এবার গনেশ পুজো বড় করে উদযাপন হচ্ছে। এবারের পূজো নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে । এবার বিধান মার্কেটের গণেশ পুজোয় হাতিকে আকর্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।বিধান মার্কেটে গণেশ পুজোর বাজেট ৭০ লক্ষ টাকা। এই পূজার মাধ্যমে বিশেষ সামাজিক অনুষ্ঠানও থাকছে যেমন রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিধান মার্কেটের গণেশ পূজার আয়োজকরা দরিদ্র ছাত্রছাত্রীদের ২০০০ টাকা প্রদান করবে। এছাড়াও প্রতিদিন প্রসাদ বিতরণও করা হবে।
