পুজোর মুখে শিলিগুড়িতে নতুন হোটেল ও রেস্তরাঁ

নিজস্ব প্রতিবেদন ঃপুজোর মুখে শিলিগুড়ি সেভক রোডে মিত্তল বাস স্ট্যান্ডের সামনে অন্যরকম এক পরিবেশে মঙ্গলবার উদ্বোধন হলো একটি হোটেলের। রামাদা এনকোর।উইনধম হোটেলস এন্ড রিসর্টসের অঙ্গ হিসাবেই কাজ করবে নতুন এই হোটেল রামাদা এনকোর।সেই হোটেলের মধ্যে ৪৪টি আধুনিক রুম রয়েছে।তারসঙ্গে রেস্তরাঁ, বারতো আছেই। পুজোর ক’টা দিনও থাকছে বিশেষ কিছু নতুন নতুন খাবার। উইনধম হোটেলস এন্ড রিসোর্টের তরফে আঞ্চলিক অধিকর্তা নিখিল শর্মা মঙ্গলবার উদ্বোধনের পর সাংবাদিকদের জানান,নতুন এই রামাদা এককোরের মাধ্যমে স্থানীয় অনেক বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। রামাদা এনকোরের ম্যানেজিং ডিরেক্টর ওমপ্রকাশ আগরওয়ালা এবং কৈলাশ আগরওয়ালা জানিয়েছেন,শিলিগুড়ি হলো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। পাহাড় ভ্রমণের সময় প্রচুর পর্যটক শিলিগুড়িতে রাত্রিযাপন করেন।তাদের কথা চিন্তা করে তাদের এই নতুন হোটেল ও রেস্তরাঁ। হোটেলের সামনের পরিবেশ, ফোয়ারাধারা শুরুতেই অনেকের মন কেড়ে নেয়।