ঘরের সিলিং থেকে উদ্ধার কিং কোবরা

নিজস্ব প্রতিবেদন ঃফের লোকালয় থেকে উদ্ধার হল বিষধর কিং কোবরা সাপ। জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের রামসাই চা বাগান সংলগ্ন চরাই মহল এলাকা থেকে ওই সাপটি উদ্ধার হয়েছে। এলাকার দীনেশ রায় নামের এক ব্যক্তির ঘরের টিনের চালে পেঁচিয়ে ছিলো সাপটি। বাড়ির মালিক সাপটিকে দেখতে পেয়ে খবর দেয় রামসাই মোবাইল রেঞ্জ কে। তাদের মাধ্যমে খবর যায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের কাছে। এরপর বনদপ্তরের পূর্ণ সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট লম্বা। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দকুমার রায় বলেন,”সাপটিকে উদ্ধার করা খুব সমস্যার ছিল কেননা টিনের চাল থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে। তাই অত্যন্ত যত্নের সাথে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। রামসাই মোবাইল রেঞ্জ এর পূর্ণ সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।”