পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পুজোর থিম শিলিগুড়ি হায়দরপাড়ায়

নিজস্ব প্রতিবেদন ঃ কংক্রিটের বিল্ডিংয়ে চারদিক ভরে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে সবুজ। আর তার জেরে দূষন বাড়ছে। সবুজ কমে যাওয়ার প্রভাব পড়ছে পরিবেশে। আর এই বিষয়কে সামনে রেখেই এবার পুজোর থিম হচ্ছে শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবে। তাদের পুজোর থিম, আমরা গাই প্রকৃতির গান,বাঁচাবো সবুজ,হাসবে প্রান। কাঠ,বাঁশ, লোহা ইত্যাদি বিভিন্ন সামগ্রী দিয়ে মন্ডপ তৈরি হচ্ছে। ক্লাবের সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল জানিয়েছেন, তারা তাদের পুজোর মাধ্যমে দর্শনার্থীদের কাছে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন। মেয়র গৌতম দেব এই পুজোর উদ্বোধন করবেন।উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র, পুর কাউন্সিলর সহ আরও অনেকে উপস্থিত থাকবেন।শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের পুজোগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি পুজো হলো হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো।এই পুজোকে ঘিরে উদ্দীপনা তৈরি হয় বিভিন্ন মহলে এবারও সেই উদ্দীপনা তৈরি হয়েছে। ক্লাব কর্মকর্তাদের আশা,এবারও পুরস্কারের ঝুলিতে তাদের ক্লাবের অনেক পুরস্কার থাকবে।পুজোকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচিও গ্রহন করা হচ্ছে। এবারে এই ক্লাবের প্রতিমা তৈরি করছেন মন্ডপ শিল্পী সুশান্ত পাল।