
নিজস্ব প্রতিবেদন ঃ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত ২০২২ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হলো বুধবার। এই পরীক্ষায় গোটা রাজ্যজুড়ে বাংলা,হিন্দী ও উর্দু মাধ্যম মিলিয়ে মোট ২২০০টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট এক লক্ষ ৫২ হাজার ২০৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলবে ১২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর;সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত। এই পর্ষদের দার্জিলিং জেলার একজন উচ্চপদস্থ আধিকারিক বিকাশ রঞ্জন দেব পরীক্ষায় নিয়োজিত সকলকে অভিনন্দন জানিয়েছেন। কারণ, এখানে প্রত্যেকেই স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে পরীক্ষা পদ্ধতিটিকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে সাহায্য করেন।
ঘোগোমালী হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের এক স্বেচ্ছাসেবক শিক্ষক চিত্তরঞ্জন সরকার জানিয়েছেন, এই কেন্দ্রে প্রায় ছয় শত ছাত্র-ছাত্রী এদিন বৃত্তি পরীক্ষা দিয়ে নিজের স্কিল যাচাই করছে। তিনি এও বলেন যে গত দুই বৎসর করোনা প্যান্ডামিকের জন্য বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।এ বৎসর শিশুরা বৃত্তি পরীক্ষা দিতে পেরে তারা খুব খুশী।
