আদিবাসী সম্প্রদায়ের লোকনৃত্য নাট্য কর্মশালা

নিজস্ব প্রতিবেদন ঃআদিবাসী সম্প্রদায়ের নতুন প্রজন্মের কাছে তাদের সংস্কৃতি মেলে ধরতে লোকনৃত্য নাট্য কর্মশালা অনুষ্ঠিত হলো।
বকুলবাগান রঙ্গমঞ্চের তরফে ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগানে তিনদিন ব‍্যাপী লোকনৃত্য নাট‍্যের কর্মশালার শনিবার শেষ হয়েছে । চা বাগানের ২৫ জন তরুণ-তরুণী ওই কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালা পরিচালনায় ছিলেন সম্পাদক রুম্পা গুঁই। সামগ্রিক পরিকল্পনা ও প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সভাপতি শুভব্রত দে। তিনদিন ধরে এই কর্মশালা অনুষ্ঠিত হয় আদিবাসী লোকসংষ্কৃতি নিয়ে।