
নিজস্ব প্রতিবেদন ঃ হু হু করে ডেঙ্গু বাড়ছে শিলিগুড়ি ও তার আশপাশে।বর্তমানে মহামারীর আকার ধারণ করতে চলেছে মশাবাহিত এই ডেঙ্গু রোগ। এই অবস্থায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ডেঙ্গুর আঁতুড়ঘর খুঁজতে ব্যস্ত ছিলেন । এই রোগের সূচনাস্থল হিসাবে মূলত পাঁচ নম্বর ওয়ার্ডকে চিহ্নিত করেছে শিলিগুড়ি পুরসভা। তাই ওই ওয়ার্ডকে পাখির চোখ করে এগোতে চাইছে শিলিগুড়ি পুরসভা। এবার ওয়ার্ডে থাকা সব খাটাল সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র ।আলোচনার ভিত্তিতে শহরের বাইরে ঘাটাল গুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেই জানান গৌতম দেব।।।।। এদিকে শিলিগুড়ি পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের গ্রীন উডস এপার্টমেন্টের কাছে সর্ব পল্লী এলাকার এক বাড়িতে গরু মোষের খাটাল তৈরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ সেই খাটাল থেকেও মশার জন্ম হচ্ছে। খাটাল ও তার আশপাশে জল জমে থাকছে। সেখানে খাটালের দুর্গন্ধও পরিবেশ বিষাক্ত করে তুলছে বলে অভিযোগ। এলাকায় পরিবেশের ক্ষতি হচ্ছে বলে অনেকেই মোবাইল টাওয়ারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন, সেই তথাকথিত পরিবেশপ্রেমীরা খাটালের ওই দূষন এবং ডেঙ্গু প্রশ্নে কেন মৌনব্রত পালন করছেন তা নিয়ে অনেকের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
