
নিজস্ব প্রতিবেদন ঃডেঙ্গু নিয়ে শুধু শুধু ভয় পাবেন না। চিকিৎসা করান। তাই মানুষের কথা চিন্তা করে শনিবার থেকে পনের দিনের জন্য ডেঙ্গুর পরীক্ষানিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে বলে জানানো হলো শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা থেকে।
বহু সময় দেখা যায় সাধারণ মানুষ জ্বর হলেই ওষুধ খেয়ে জ্বর কমান।কিন্তু বেশি খরচ হওয়ার আশঙ্কায় রক্ত পরীক্ষা করান না। ডেঙ্গুর সচেনতার পাশাপাশি রক্তের প্লেটলেট বারবার পরীক্ষা করা এবং ডাক্তার দেখানোতে অনেকের অনীহা রয়েছে ।শনিবার শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সভা কক্ষে এনিয়েই সাংবাদিক সন্মেলন হয়।সেখানে সংস্থার সম্পাদক আশিষ ব্রহ্ম, সভাপতি নরেন্দ্র বারড়ি, প্রাক্তন সভাপতি শংকর ঘোষ তাপস দাস ও সুনীল কর্মকার উপস্থিত ছিলেন। তাঁরা জানান ডেঙ্গু নিয়ে শহরে এখন সচেতনতা প্রয়োজন।তার সঙ্গে সঠিক চিকিৎসার প্রয়োজন। সংস্থার তরফে এনিয়ে শনিবার থেকে ১৫ দিনের জন্য একটি বিশেষ শিবির অনুষ্ঠিত হতে চলেছে সংস্থায়।সেখানে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করা হবে বিশিষ্ট চিকিৎসকদের মাধ্যমে।
