মেয়েদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে উদ্যোগী প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদন ঃ এখন তিনি মন্ত্রী, বিধায়ক, মেয়র,কাউন্সিলর কোনোটাই নন।তবে মানুষের জন্য কাজ করার ইচ্ছে থাকলে যে মন্ত্রী, মেয়র বা বিধায়ক হতে হবে তার কোনো মানে নেই। আর সেটাকে এবার প্রমান করছেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ও মেয়র অশোক ভট্টাচার্য। প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এবার
সমাজের বিভিন্ন স্তরের মেয়েদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টচার্য।
প্রায় এক বছর আগে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। পত্নী বিয়োগের পর মানসিকভাবে অনেকটাই ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন অশোকবাবু। তবে পত্নী বিয়োগের পর ভেঙ্গে না পড়ে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চান প্রবীন সিপিএম নেতা৷ সেক্ষেত্রে চলতি মাসের ৩০ তারিখ শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রাদ্ধানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন লোপামুদ্রা মিত্র।
শনিবার এক সাংবাদিক বৈঠকে অশোকবাবু জানান, মেয়েদের সার্বিক বিকাশ সহ বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে এবার । মেয়ে এবং শিশুদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন হবে বছরের বিভিন্ন সময়ে। এছাড়াও সামাজিক কাজের লক্ষ্যে রত্না ভট্টাচার্য স্মৃতি রক্ষা সমিতিও আত্মপ্রকাশ করতে চলেছে বলে জানান অশোকবাবু।