
নিজস্ব প্রতিবেদন ঃ কোচবিহার আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে গান্ধী মূর্তি পাদদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অভিনব ভাইফোঁটার আয়োজন করা হয় বৃহস্পতিবার। আস্থা ফাউন্ডেশনের সকল সদস্য
বিভিন্ন ধর্মের ভাইদের ফোঁটা দিয়েছে।
বিভিন্ন ধর্মের বোনেরা ফুল চন্দন ধুপকাঠি দেখিয়ে ভাইফোঁটা দিয়েছে।
প্রথমে সকলকে মিষ্টিমুখ করানো হয়। তার সঙ্গে চকলেট খাতা কলম মিষ্টির প্যাকেট এবং নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন রেল বস্তির ভাইবোনরা এই কর্মকাণ্ডে উপস্থিত হয়েছিল। কোচবিহারের পেট্রোলিং বাইক মহিলা পুলিশও সেখানে আসে। তারাও বিভিন্ন ধর্মের ভাইদের ফোটা দিয়েছে।
সাগরদিঘীর পূর্ব পাশে গান্ধী মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানে
মুসলিমদের মধ্যে ছিলেন আইনুল হক, ইমন শেখ, সুমন শেখ। হিন্দুদের মধ্যে ছিলেন
শুভ মহন্ত, রিক বর্মন, সঞ্জয় বর্মন, বিশ্বজিৎ দাস।
বোনেদের মধ্যে ছিলেন রিংকি বেগম,তুলতুলি বর্মন।
