
নিজস্ব প্রতিবেদন ঃ ছট পুজোকে সামনে রেখে নদীর পাশে ঘাট তৈরীর কাজ শুরু হয়েছে । দুইদিন পর ছটপুজো।আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের ১৪টি ছট ঘাটে চলছে ঘাট তৈরীর প্রস্তূতি।করলা নদীর ধারেই চলছে ছট ঘাট তৈরীর প্রস্তুতি।বাঁশ দিয়ে শুরু হয়েছে ঘাট তৈরীর কাজ। এবছর দুর্গা পূজার সময় মাল নদীতে হড়পা বানে কয়েক জনের মৃত্যু হয়।সেই বিষয়টি মনে রেখেই নদীর পাশে ঘাট তৈরী নিয়ে জেলা প্রশাসনের নজরদারি অনেকটাই বেশি থাকবে বলে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল জানিয়েছেন।
