
নিজস্ব প্রতিবেদন ঃ কমোডের ভেতরে ঢুকে পড়ল বিরাট একটি সাপ। বাথরুমে ঢুকে কমোড খুলতেই দেখা যায় সাপ।আর তানদেখে আৎকে ওঠেন বাড়ির মালিক। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের নয়াবস্তিতে। খবর পেয়ে সেখানে আসেন পরিবেশপ্রেমীরা।বাড়ির মালিক অমিতাভ অধিকারী বাথরুমে গিয়ে এদিন সকালে লক্ষ্য করেন কমোডের ভেতরে গুটি পাকিয়ে রয়েছে কালো রঙের মোটা চেহারার একটি সাপ। সেই সাপ দেখে চোখ কপালে উঠে যায় তাঁর। ভয় পেয়ে তিনি তাঁর শৌচ কর্মের কথা বেমালুম ভুলে যান। দ্রুত পরিবেশ কর্মীদের খবর দেওয়া হয়। পরিবেশ কর্মীরা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটিকে কমোড থেকে বের করেন। বাড়ির মালিক অমিতাভ অধিকারীর দাবি বিশালাকার গোখরো সাপ ঢুকেছিল তাঁর বাড়ির কমোডের ভেতরে। উল্লেখ্য, এর আগে মালবাজারে কমোডের ভেতর লুকিয়ে থাকা গোখরো সাপের ছোবলে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। ঘরের ভেতর কোমোড হলেও সব সময় তা সুরক্ষিত নয়।জলপাইগুড়ির মতো পরিবেশে যে কোনও সময় ঢুকে থাকতে পারে সাপ অথবা বিষাক্ত পোকামাকড়। ঘটতে পারে দুর্ঘটনা। এজন্য শৌচাগারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন পরিবেশ কর্মীরা।
