ছট পুজোর প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ির মহানন্দা নদীতে ছট পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। রাত পোহালেই ছট পুজো। অর্থাৎ রবিবার বিকেলে এবং সোমবার ভোরে সূর্য দেবের পুজো হবে ।শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন ছট ঘাট তৈরির কাজ চলছে পুরোদমে । শিলিগুড়ির মহানন্দা নদীতেও চলছে ছট পুজোর প্রস্তুতি। সুষ্ঠুভাবে পূজো সম্পন্ন করার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন।ইতিমধ্যেই জেসিবি দিয়ে ঘাট মেরামতের কাজ চলছে।
অপরদিকে জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন ঘাট ইতিমধ্যেই সৌন্দর্যায়নের সঙ্গে মন্ডপ শয্যার কাজ পুরোদমে শুরু হয়েছে । জলপাইগুড়ি কিং সাহেবের ঘাট, নেতাজি পরেশ মিত্র কলোনি করোলার ঘাট সহ বিভিন্ন ঘাটে চলছে ছট পুজোর প্রস্তুতি। জলপাইগুড়ি শহরের কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেটে বাঁশের তৈরি কুলো এবং ডালি সহ ছট পূজার বিভিন্ন সামগ্রী কিনতে দেখা যায় ক্রেতাদের। তবে গত বছরের তুলনায় এ বছর কুলোর দাম অনেকটাই বেশি বলে তারা জানান।*